টেস্ট স্কোয়াডে নেই। রয়েছেন ওয়ানডে স্কোয়াডে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন সাব্বির রহমান রুম্মন। এখন তিনি হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) সঙ্গে অবস্থান করছেন বগুড়ায়। সেখানেই থাকার কথা। কিন্তু সাব্বির বিসিবির অনুমতি না নিয়ে সেলিব্রেটি ক্রিকেটের ফাইনাল খেলতে উপস্থিত ছিলেন মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অনুমতি না নিয়ে সেলিব্রেটি ক্রিকেট খেলায় কারণ দর্শানোর নোটিস দিয়েছে ক্রিকেট বোর্ড। উত্তর দেওয়ার পর ক্রিকেট বোর্ড তার বিষয়ে সিদ্ধান্ত নিবে জানান বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। তবে শোনা যাচ্ছে, নিয়ম ভাঙার জন্য আর্থিক জরিমানা গুনতে হতে পারে সাব্বির রহমানকে। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, 'আমরা বিষয়টি শুনেছি। তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। সে তার ব্যাখ্যা দিক। তারপর আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিব।' সেলিব্রেটি ক্রিকেটে শুধু সাব্বিরই খেলেননি, খেলেছেন মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক রাজ, আকরাম খানরাও। তবে সাব্বির জাতীয় দলের বেতনভুক্ত বলেই নিয়মনীতির আওতায় পড়েছেন।