কোপা আমেরিকার চূড়ান্ত পর্বে খেলতে নামার আগে শেষ প্রস্তুতিটা সেরে নিল ব্রাজিল। বুধবার নেইমাররা ১-০ গোলে হারিয়েছে হন্ডুরাসকে। অবশ্য নেইমার মাঠে নামার আগেই ফিলিপ-রবার্তো ব্রাজিলকে জয়সূচক গোল এনে দেন। ম্যাচের ৩৩ মিনিটে ফিলিপের পাসে বল পেয়ে গোল করেন রবার্তো। নেইমার মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। এ জয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই কোপা আমেরিকার লড়াইয়ে নামছে ব্রাজিল। সি গ্রুপে তারা মুখোমুখি হবে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার। ১৪ জুন ডুঙ্গার শিষ্যরা কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পেরুর। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ২-১ গোলে হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। কোলনে মারিও গোটশের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হারতে হয় জার্মানদের। ডিসকিয়ার্ড এবং উডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্কিনিরা। এ পরাজয়ে চ্যাম্পিয়নরা কিছুটা হলেও আত্মবিশ্বাস হারাল ইউরো বাছাই পর্বের জন্য। আগামীকালই তাদের জিব্রাল্টারের মুখোমুখি হতে হবে। বাছাই পর্বে ডি গ্রুপে জার্মানিকে টপকে শীর্ষে অবস্থান করছে পোল্যান্ড।