ভুল শুধরিয়ে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার কথা বলেছিলেন অধিনায়ক মামুনুল। কিন্তু কিরগিজস্তানের কাছে হারের পর কী বলা যায়! ভুল শোধরানো, না ভুল বাড়াতেই মাঠে নেমেছিলেন মামুনুল-এনামুলরা। তা না হলে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন পরিণতি হবে কেন? সত্যি বলতে কী, বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে, এ প্রত্যাশা কেউ করেন না। মামুনুলদের সেই সামর্থ্যও নেই। কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচে কিরগিজস্তানকে হারাবে এ আশা অনেকেই করেছিল। ফিফা র্যাংকিংয়েও তারা বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচেও নেই। সেদিক দিয়ে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই ছিল। সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর পরও ১-৩ গোলে হার! বৃষ্টিতে খেলতে কিরগিজরা খুব একটা অভ্যস্ত নয়। তাই মাঠ পিচ্ছিল থাকায় মামুনুলরা বাড়তি সুবিধা পাবে আশা করা হয়েছিল। অথচ কিরগিজস্তান এমন মাঠেও সুন্দর পারফরম্যান্স প্রদর্শন করে জয়ের নিশানা উড়িয়েছে। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি সফরকারীদের। সুপরিকল্পিত খেলা ও লম্বা পাসে বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছিল তারা। ম্যাচে ফিরতে মামুনুলরা চেষ্টা চালিয়েছিল ঠিকই। কিন্তু চমৎকার ফিগারের অধিকারী কিরগিজদের সঙ্গে পেরে ওঠা সম্ভব হয়নি। কিরগিজদের সঙ্গে এ অবস্থা তাহলে পরবর্তীতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে কী করবে? উদ্বোধনী ম্যাচে শোচনীয় হারের কারণ কী? শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক মারুফ এ ব্যাপারে বলেন, 'দেখেন হারলেই দোষটা আসে খেলোয়াড়দের ওপর। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের মতো গুরুত্বপূর্ণ আসরে যে প্রোপার ট্রেনিং দরকার ছিল তা কি হয়েছে? ফিফা র্যাংকিংয়ে আমাদের চেয়ে পিছিয়ে বলে অনেকে বলছিলেন, কিরগিজস্তান জিততে পারবে না। আসলে র্যাংকিং কোনো ফ্যাক্টর নয়। ভালো খেলতে পারলে যত কঠিন প্রতিপক্ষ হোক না কেন ম্যাচ জয় সম্ভব। ১১ মাস ধরে তারা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। কিন্তু বাংলাদেশকে হারানোর জন্য ঠিকই প্রস্তুতি নিয়ে এসেছিল। খেলার শুরু থেকেই কিরগিজরা ছিল তৎপর। বাংলাদেশ ছিল এলোমেলো। যে খেলোয়াড় রয়েছে তাতে আমি বলব হাতে গোনা দু-এক জন ছাড়া বাকিরা জাতীয় দলের জন্য আনফিট। এদের ফিট করার চেষ্টাও চালানো হয়নি। সুতরাং জয়ের আশা করব কীভাবে? কথাটা বলা ঠিক হবে না। তার পরও বলছি বাংলাদেশের সেরা একাদশ ও পরিবর্তন কোনোটাই আমার পছন্দ হয়নি। ফরমেশনও ছিল ভুল। ওরা ৪-৩-৩ পদ্ধতিতে খেলেছে। আমরাও সে পথ অনুকরণ করলাম। উচিত ছিল ৪-২-৩-১ বা ৪-৪-১-১ খেলা। আসলে জাতীয় দল নিয়ে অনেক নার্সিংয়ের প্রয়োজন রয়েছে।