সাকিবের জোড়া আঘাতের পর এবার ভারতীয় শিবিরে আঘাত হানলেন স্পিনার জুবায়ের হোসেন। ভারতের টেস্ট অধিনায়ককে তিনি মাত্র ১৪ রানে ফিরিয়ে দেন। এরআগে, মাত্র ১০ রানের মধ্যে টিম ইন্ডিয়ার দুইটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ওই তিন উইকেট হারিয়ে ৩৭৬ রান। বর্তমানে ব্যাট হাতে ক্রিজে আছেন মুরালি বিজয় (১৪০) ও অজিঙ্কা রাহানে (৩৫)।
শুক্রবার ফতুল্লায় খান জাহান ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয় ও শিখর ধাওয়ান। এদিন শুরুটা ভালো হলেও দলীয় ২৮৩ রানে ডাবল সেঞ্চুরি দিকে থাকা নিজের বলে ফিরতে ক্যাচে প্যাভিলনে পাঠান সাকিব। ১৯৫ বলে ২৩টি চারে ১৭৩ রান করেন ধাওয়ান। পরের ওভারে বল করতে এসে এবার রোহিত শর্মাকে সরাসরি বোল্ড করে দেন সাকিব। ৯ বলে মাত্র ৬ রান করেন রোহিত।
এরপর ক্রিজে আসেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু টাইগার বোলারদের বিরুদ্ধে তিনি সুবিধা করতে পারেননি। ম্যাচের ৭৫তম ওভারের শেষ বলে জুবায়েরের গুগলিতে ড্রাইভ করতে গিয়ে বল কোহলির ব্যাটের কানায় লেগ সোজা স্ট্যাম্পে আঘাত করে। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
এরআগে, টেস্টের প্রথম দিনে কোনো উইকেট না হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে ভারত। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ৫৬ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পায়নি সাকিব-তাইজুলরা।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব