ফতুল্লা টেস্টে এখনও ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ, অথচ সেঞ্চুরি করলেন সাকিব! আসলে ব্যাট হাতে নয়, দেশের মাটিতে প্রথম টেস্ট বোলার হিসেবে ১০০ উইকেট নিয়ে সেঞ্চুরি করেছেন সাকিব। তৃতীয় দিনের শুরুতে নিজের বলে শিখর ধাওয়ানের ক্যাচ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড বইয়ে ঢুকে যান টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার।
২০০৭ সালে এই ভারতের বিপক্ষেই চট্টগ্রামে টেস্ট অভিষেক হয় সাকিবের। তবে প্রথম ৩ টেস্টে উইকেটের দেখা পাননি। ২০০৮ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের ওপেনার ক্রেইগ কামিংকে আউট করে প্রথম উইকেটের দেখা পেয়েছিলেন।
ধাওয়ানের ওই উইকেটটি ছিল সব মিলিয়ে সাকিবের ১৪৩তম টেস্ট উইকেটে। বাংলাদেশের হয়ে একশ’ টেস্ট উইকেট আছেই আর কেবল মোহাম্মদ রফিকের (১০০)। দেশের বাইরেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সাকিবের, ১২ টেস্টে ৪৩টি।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব