ফতুল্লা খান সাহেব ওসমান আলী অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের বাকি খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান। রবিচন্দ্রন অশ্বিন ২ ও হরভজন সিং ৭ রানে ক্রিজে ছিলেন। আগামীকাল আবহাওয়া ভালো থাকলে এ দু'জনই চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির সময় বৃষ্টি নামায় এক ঘণ্টা পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়। চার ওভার এক বল পর আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। ১৫ মিনিট পর খেলা শুরু হলে সাকিব মুরালি বিজয়কে (১৫০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। এরপর জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে যান ঋদ্ধিমান সাহা (৬)। এরপর শতকের দ্বারপ্রান্তে থাকা অজিঙ্কা রাহানেকে (৯৮) বোল্ড করেন সাকিব।
আজ শুক্রবার তৃতীয় দিনের শুরুতে ভারতের প্রতিরোধ ভাঙেন সাকিব আল হাসান। তার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১৭৩)। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারে ফিরে রোহিত শর্মাকে (৬) বোল্ড করেন সাকিব। এরপর জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে ফিরে যান বিরাট কোহলি (১৪)।
উল্লেখ্য, বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কোনো খেলা হয়নি। তাই আজ শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়। অাজ সকালে প্রথম দিনে করা বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত।
বিডি-প্রতিদিন/ ১২ জুন ২০১৫/শরীফ