ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬ সালের বাছাই পর্ব খেলতে নামার আগে জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ভিসেন্টে দেল বস্কের শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে গত বিশ্বকাপের চমক কোস্টারিকাকে। স্প্যানিশদের পক্ষে গোল করেন ফ্যাব্রিগাস এবং পাকো আলকাসার। আর টিকোসদের পক্ষে একমাত্র গোলটি করেন জোহান ভেনেগাস।
ফ্রান্স, জার্মানি আর নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে ঘরের মাঠ লিওনে খেলতে নেমেছিল স্পেন। ইউরো ২০১৬ বাছাইয়ে নিজেদের গ্রুপে দুই নম্বরে থাকা স্প্যানিশরা ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভেনেগাসের গোলে পিছিয়ে পড়ে। ১-০-তে পিছিয়ে পড়া স্বাগতিক স্পেন সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। দুই মিনিট পরই তারা আলকাসারের গোলে সমতায় ফেরে। চেলসি তারকা ফ্যাব্রিগাসের অ্যাসিস্টে ভ্যালেন্সিয়ার এ উঠতি তারকার গোলে ম্যাচ ১-১ এ গিয়ে দাঁড়ায়। প্রথমার্ধের ৩৩ মিনিটে লিড নেয় স্পেন। নোলিতোর দারুণ এক ভলিতে বল পান চেলসির তারকা ফ্যাব্রিগাস। স্বাগতিকদের এগিয়ে নিতে ভুল করেননি বার্সেলোনায় জন্ম নেওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ফ্যাব্রিগাস।
এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরান। জাপান ৪-০ গোলে হারিয়েছে ইরাককে। দলের পক্ষে গোল করেছেন হোন্ডা, মাকিনো, ওকাজাকি ও হারাগুচি। দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ইরান ১-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।