ফতুল্লা টেস্টের তিনটা গুরুত্বপূর্ণ দিন চলে গেল। এর মধ্যে একটা পুরো দিন বৃষ্টি কেড়ে নিয়েছে। বাকি দুই দিনও পুরো সময় খেলা হয়নি। সব মিলিয়ে তিন দিনে ভারত তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৪৬২ রান। এ অবস্থায় ফতুল্লা টেস্টের ভবিষ্যৎ বড় ধরনের কিছু না হলে ড্রই বলা যায়। তবে ভারত হাল ছাড়তে নারাজ। এখনো জয়ের স্বপ্নই দেখছে তারা। গতকাল সংবাদ সম্মেলনে এসে মুরালি বিজয় স্পষ্ট করেই বলে গেলেন, আমরা কোনো একটা পথ ঠিকই বের করে নেব। মুরালির ১৫০ ও ধাওয়ানের ১৭৩ রানই ভারতকে রানের পাহাড়ে চড়িয়েছে। তবে এই রান ভারতকে জয় উপহার দিতে পারবে কিনা ভবিষ্যৎই কেবল বলতে পারে। মুরালি বিজয় বলেছেন, 'আমরা এখনো জয়ের আশাই করছি। শেষ দুই দিন বৃষ্টি না হলে এটা সম্ভব। তা ছাড়া প্রথম দিকে উইকেটটা যেমন ব্যাটিংবান্ধব বলে মনে হয়েছিল এখন আর তা নেই। উইকেটে স্পিন ভালো হচ্ছে। আমাদের হাতেও ভালো মানের বোলার রয়েছে।' গতকাল সাকিব একাই নিয়েছেন ৪ উইকেট। জুবায়ের শিকার করেছেন ২ উইকেট। সব মিলিয়ে স্পিনারদেরই আধিপত্য দেখা যাচ্ছে। ভারতেরও হরভজন ও অশ্বিনের মতো স্পিনার রয়েছেন। মুরালি বিজয়ের মতে, ভারত ৫০০ রান করতে চেয়েছিল প্রথম ইনিংসে। তাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। তবে বৃষ্টি যদি আজও আসে ভারত কিংবা বাংলাদেশের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে ম্যাচটা নিশ্চিত ড্রয়ের দিকেই যাবে। তবে এখনো আশাবাদী ব্যাট হাতে জ্বলে উঠা মুরালি বিজয়। বৃষ্টির বাধা আর বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট করেই এ লক্ষ্যে পৌঁছতে হবে ভারতকে। দেখা যাক, কোহলিদের লক্ষ্য পূরণ হয় কি না!