ফতুল্লা টেস্টে বৃষ্টিবিঘ্নিত তিনদিন শেষে চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি ভারত। ইনিংস ঘোষণা করেছেন দলটির নতুন অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬২ রানে দিন শেষ করেছে সফরকারীরা।
ফতুল্লায় সকাল সাড়ে ৯টায় চতুর্থ দিনের খেলায় ফিল্ডিংয়ে নেমেছে সফরকারী ভারত। উদ্বোধনী ব্যাটে নেমেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
ভারতের হয়ে সর্বোচ্চ ১৭৩ রান করেছেন শিখর ধাওয়ান। ১৯৫ বলে ২৩ বাউন্ডারিতে বাঁহাতি ওপেনার তার ইনিংসটি সাজান। এ ছাড়া ১৫০ রান করেছেন আরেক ওপেনার মুরালি বিজয়। এটি ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ২৭২ বলে ১২ চার ও ১ ছক্কায় মুরালি তার ইনিংসটি খেলেন। এ ছাড়া মাত্র ২ রানের জন্যে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হন অজিঙ্কা রাহানে। ৯৮ রানে সাকিবের শিকার হন তিনি।
অধিনায়ক কোহলির শুরুটা ভালো হয়নি। মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর এটি ছিল কোহলির অধীনে ভারতের প্রথম টেস্ট। কিন্তু প্রথম ইনিংসেই ফ্লপ কোহলি। মাত্র ১৪ রান করে তরুণ তুর্কি জুবায়েরের কাছে হার মানেন কোহলি।
বল হাতে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। ৪ উইকেট নেন তিনি। এ ছাড়া লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন নেন ২ উইকেট।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৫/ এস আহমেদ