কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে মেক্সিকো ও বলিভিয়া। গোলশূন্য ভাবে শেষ হয়েছে দু'দলের লড়াই।
চিলির স্টাডিও সাউসালিটো স্টেডিয়ামে শনিবার মেক্সিকো ও বলিভিয়া বল নিয়ে মুখোমুখি হয়। তবে ৯০ মিনিটের লড়াই শেষে উভয় দলই মাঠ ছেড়েছে খালি হাতে। কোন দলই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি। বলিভিয়া পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও তা করেনি মেক্সিকো।
মেক্সিকো কোপার চেয়েও বেশি ভাবছে আসন্ন গোল্ড কাপ নিয়ে। প্রতিযোগিতা শুরু হবে আগামী ৯ জুলাই থেকে। এ জন্য বলিভিয়ার বিপক্ষে খেলায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখেছেন মেক্সিকান কোচ। মজার ব্যাপার কোপার স্কোয়াডে মেক্সিকো দলে নেই তারকা খেলোয়াড় গোলরক্ষক ওচুয়া ও জাভিয়ের হার্নান্দেজ।
নিজেদের পরবর্তী খেলায় সোমবার মেক্সিকো মুখোমুখি হবে স্বাগতিক চিলির। একইদিন বলিভিয়া খেলবে ইকুয়েডরের বিপক্ষে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে চিলি ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৫/ এস আহমেদ