টানা ১২ টেস্টে পঞ্চাশোর্ধ রান করে ইতোমধ্যে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন দক্ষিণ অাফ্রিকার একদিনের ক্রিকেট দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ফতুল্লায় ভারতের বিপক্ষে চলমান টেস্টে ভিলিয়ার্সের এ রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল বাংলাদেশি 'শচীন' মুমিনুল হকের। কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসে আজ মাত্র ৩০ রান করেই হরভাজন সিংয়ের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। টেস্টের দ্বিতীয় ইনিংসে হয়তো এ কীর্তি গড়ার সুযোগ থাকতো মুমিনুলের। কিন্তু তা আর নিশ্চিতভাবেই সম্ভব না। কারণ বৃষ্টির কারণে বারবার বিঘ্নিত ফতুল্লা টেস্টের চতুর্থ দিন আজ বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করেছে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সক্ষম হয়। আর সফরকারী ভারত তাদের প্রথম ইনিংসে ৪৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে এখনো ৩৫১ রানে পিছিয়ে আছে। অথচ ম্যাচের আর মাত্র একদিন বাকি। ফলে এ রান তুলে ফের ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পাঠানো বাস্তবিক অর্থেই সম্ভব না। আর সেক্ষেত্রে মুমিনুলেরও টানা ১২ টেস্টে অর্ধশতক করে ভিলিয়ার্সকে ছোয়া হয়ে উঠছে না।
এদিকে, চতুর্থ দিন সকালে ফের বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশের ইনিংস। বৃষ্টির কারণে আগেভাগেই লাঞ্চ বিরতি পান ক্রিকেটাররা। চতুর্থ দিনে ৩০ ওভার এক বলে বাংলাদেশের স্কোর তিন উইকেটে ১১১ রান।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ২০১৫/শরীফ