রবিবার পেরুর বিরুদ্ধে কোপা আমেরিকার অভিযান শুরু করবে ব্রাজিল৷ তারপরে কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে খেলবে দুঙ্গার স্কোয়াড৷ এই মৌশুমে বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন ২৩ বছরের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার৷
ম্যাচের ২৪ ঘণ্টা আগে নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল কোচ দুঙ্গা৷ স্কোলারির পর ব্রাজিলের দায়িত্বে এসেছেন দুঙ্গা৷ তার কোচিংয়ে টানা ন’ম্যাচ অপরাজিত হলুদ জার্সিধারীরা৷ দলের অধিনায়ক নেইমারের সম্বন্ধে দুঙ্গা বলছেন, ‘নেইমার বার্সেলোনায় মেসি-সুয়ারেজদের মতো ফুটবলারদের সঙ্গে খেলে এখন আরও অনেক পরিণত৷ ওকে অধিনায়ক করার পর আমরা ওর থেকে যেটা প্রত্যাশা করেছিলাম ও সেভাবেই পারফরম্যান্স দিয়েছে৷ আশা করছি আগামী দিনেও নেইমার একই ভাবে খেলবে৷’
দুঙ্গা আশাবাদী যে নেইমারের নেতৃত্বেই ব্রাজিল কোপার শিরোপা ছিনিয়ে আনবে৷ চ্যাম্পিয়ন্স লিগের জন্য নেইমার গত সোমবার ব্রাজিল দলে যোগ দিয়েছেন৷ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামেননি তিনি৷ বুধবার হন্ডুরাসের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে খেলেছিলেন তিনি৷ কোপা আমেরিকায় শেষ ছ’বারের মধ্যে চারবারই জিতেছে ব্রাজিল৷ ২০০৭-এ এই দুঙ্গার কোচিংয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল৷ এখন দেখার নেইমাররা এবারও শিরোপা ছিনিয়ে আনতে পারেন কী না?