কোপা আমেরিকায় ব্রাজিল শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৭ সালে আর্জেন্টিনাকে হারিয়ে। ২০০৪ সালেও আর্জেন্টাইনদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেকাওরা। তবে ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ব্রাজিল আজ আবার কোপা আমেরিকা মিশনে নামছে। নেইমার-অস্কার-আলভেসদের নিয়ে গড়া এবারের ব্রাজিল দল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। তবে সি গ্রুপে তাদের প্রতিপক্ষও কম শক্তিশালী নয়। কোপা আমেরিকায় ২ বারের চ্যাম্পিয়ন পেরু, ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া এবং গত কোপা আমেরিকার চমক ভেনেজুয়েলা এবার ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ পর্বে। আজ পেরুর মুখোমুখি হচ্ছেন নেইমাররা। ডুঙ্গার হাতে বিশ্বসেরা ফুটবলারদের একটা দল থাকলেও পেরুও কম নয়। ক্লাউডিও পিজারো আর পাওলো গুয়েরেরোদের নিয়ে গড়া দলটা দারুণ। ব্রাজিলও অবশ্য পেরুকে ছোট করে দেখছে না। পূর্ণ শক্তি নিয়ে ডুঙ্গার শিষ্যরা লড়াইয়ে নামবে। এদিকে গতকাল কোপা আমেরিকায় মেক্সিকােকে রুখে দিয়েছে বলিভিয়া। গোল শূন্য ড্র করেছে দুই দল। এ গ্রুপে প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্বাগতিক চিলি। আর একটা ম্যাচ জিতলেই তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে সামনের দুই ম্যাচই (চিলি ও ইকুয়েডর) জিততে হবে মেক্সিকােকে। কোপা আমেরিকায় আমন্ত্রিত দল হিসেবে সব সময়ই ভালো ফলাফল করেছে মেক্সিকাে। প্রায় প্রতিটা আসরেই তারা অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছে (২০১১ সালে প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল)।