বিশ্বকাপ ক্রিকেটে টানা দুই সেঞ্চুরি করে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ছিল না। তারপরও ভারত সিরিজে দল তাকিয়ে ছিল তার দিকে। কিন্তু ইনজুরিতে পড়ে মাহামুদুল্লাহ এখন মাঠের বাইরে। ফলে ১৮ জুন শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় দলভুক্ত হয়েছেন ফতুল্লা টেস্টে অভিষিক্ত লিটন দাস এবং আরেক বাঁ হাতি সিমার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে নেওয়া হয়েছে আবুল হাসান রাজুর জায়গায়। ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে তিনটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
ফতুল্লা টেস্টের আজ শেষ দিন। প্রথম চারদিনে খেলা হয়েছে মাত্র ১৩৩.৪ ওভার। ৬ উইকেটে ৪৬২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত এবং জবাবে ৩ উইকেটে ১১১ রান তুলেছে বাংলাদেশ। গতকাল চতুর্থদিনে খেলা হয়েছে মাত্র ৩০.১ ওভার। টেস্ট শেষ হওয়ার একদিন আগেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে চমক লিটন ও মুস্তাফিজ সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, 'মুশফিক এখনো পুরোপুরি ফিট হননি। তবে আশা করছি এরই মধ্যে মুশফিক ফিট হয়ে উঠবেন। তারপরও অজানা আশঙ্কায় নেওয়া হয়েছে লিটনকে। পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ। সে বিবেচনায় নেওয়া হয়েছে তাকে।' মুশফিকের জন্য লিটন সাজঘরে বসে থাকলেও টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে একাদশে দেখা যেতে পারে তরুণ মুস্তাফিজকে।
স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।