তাজিকিস্তান ফুটবল দল আজ বিকালে ঢাকা আসছে। ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে। সোনারগাঁও হোটেলে অতিথি দলকে রাখা হবে। ১১ জুন ঘরের মাঠে প্রথম ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলে কিরগিজস্তানের কাছে হেরে যায়। অথচ মামুনুলদের টার্গেট ছিল জয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পেছনে থাকাতে কিরগিজদের গ্রুপে সবচেয়ে দুর্বল দল ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশের শুরুটা হলো শোচনীয় হারে।