কোপা আমেরিকা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শনিবার রাতে আসরের নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। প্রথমাধ্যের ২৯ মিনিটেই সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর সাত মিনিট পরই ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেছেন অধিনায়ক মেসি।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবেই ঘুরে বেড়ায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ওপর বেশ ভালোই চড়াও হয় দলটি। ৬০ মিনিটে হেইদো ভালদেজের গোলে ম্যাচের ফেরার উপলক্ষ খুঁজে পায় প্যারাগুয়েনরা। এরপর ৯০ মিনিটে বোরিসের গোলে ২-২ সমতায় ফিরেছে তারা।
এদিকে, গতরাতে একই গ্রুপের অপর ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় উরুগুয়ে। এ জয়ে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ২০১৫/শরীফ