স্টুটগার্ট ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের দশ নম্বর তারকা স্প্যানিশ রাফায়েল নাদাল। ফরাসি তারকা গায়েল মনফিসকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেন চৌদ্দটি গ্রান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল। খবর এজেন্সিস
টুর্নামেন্টের ফাইনালে নাদাল ইউএস ওপেন জয়ী ক্রোয়েশিয়ার ম্যারিন সিলিক বা সার্বিয়ার ভিক্টর ট্রোয়াচকির মুথোমুখি হবেন। ফাইনালে জিতলে পারলে নাদালই হবেন একমাত্র ব্যক্তি যিনি স্টুটগার্ট ওপেনের ক্লে এবং গ্রাস উভয় কোর্টেই জয় পেয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ২০১৫/শরীফ