ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার চলমান টেস্টের পঞ্চম দিনের খেলা কখন শুরু হবে নাকি আদৌ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। কারণ ইতোমধ্যে ফতুল্লার আকাশে বৃষ্টি থেমে যাওয়ায় ম্যাচসংশ্লিষ্ট পিচ থেকে বৃষ্টিরোধক আবরণ [কাভার] সরিয়ে নেওয়া হয়েছে। পিচে একটু একটু করে আলো লাগছে। ফলে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর এক ঝলক সম্ভাবনা দেখা দিয়েছে।
আজ দুপুর ১২টায় মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা। পঞ্চম দিনের খেলা কখন শুরু হবে মাঠ পরিদর্শন শেষে তারা জানাবেন বলে আশা করা হচ্ছে। তবে ফতুল্লা টেস্ট যে নিশ্চিত ড্রয়ের দিকে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ টেস্টের পঞ্চম দিনেও স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের খেলা শেষ করতে পারেনি। ভারতের প্রথম ইনিংসের ৬ উইকেটে ৪৬২ রানের জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে। সফরকারীদের প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা ৩৫১ রানে পিছিয়ে আছে। ফলে আজ পঞ্চম দিনের বাকি দুটো সেশনই সম্ভব হলে টাইগাররা যে ব্যাট করবে তা কোনো রাখঢাক না রেখেই বলা যায়। শেষ দিনের প্রথম সেশনের খেলা তো বৃষ্টিই খেয়ে ফেললো। তাই আর মাত্র দুটি সেশনই বাকি।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/শরীফ