ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের খেলা পৌনে ১ টায় শুরু হয়েছে। বাংলাদেশের হয়ে এখন ব্যাট করছেন ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। সাকিব ৪ রান ও ইমরুল ৫৯ রান নিয়ে ক্রিজে আছেন। শেষ খবর পর্যন্ত ৩২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১১৭ রান। টাইগাররা এখনো ভারতের চেয়ে ৩৪৫ রানে পিছিয়ে আছে।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টায় মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা। মাঠ পরিদর্শন শেষে পৌনে ১টায় খেলা শুরু হবে বলে জানান তারা।
ভারত তাদের প্রথম ইনিংসের ৬ উইকেটে ৪৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। গতকাল চতুর্থ দিন শেষে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১১ রান তুলে।
ফতুল্লা টেস্ট নিশ্চিতভাবেই ড্র হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/শরীফ