বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা’র সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বাতিল করতে পারেন সেপ ব্লাটার। এশিয়া এবং আফ্রিকার ফুটবল সংস্থাগুলোর ব্যাপক সমর্থনের কারণে ব্লাটার এ সিদ্ধান্ত নিতে পারেন বলে দাবি করেছে সুইজারল্যান্ডের সংবাদপত্র সুইজ অ্যাম সোনট্যাগ বা রবিবারের সুইজারল্যান্ড। ব্ল্যাটারের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে এ খবর পরিবেশন করেছে সুইস এ দৈনিকটি। সভাপতির পদ থেকে ব্ল্যাটার সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার দু’সপ্তাহের কম সময়ের মধ্যে এ খবর প্রকাশিত হলো।
পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়ে ফুটবলবিশ্বকে হতভম্ব করে দিয়েছিলেন ৭৯ বছর বয়সী ব্লাটার। সুইস দৈনিকটির খবরে বলা হয়েছে, পদত্যাগের বিষয়টি পুনর্বিবেচনার জন্য ব্লাটারের প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকা ও এশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি দৈনিকটিকে জানিয়েছে, এ সব আহ্বানে ব্লাটার সম্মানিত বোধ করেছেন এবং তার সরে যাওয়ার ঘোষণা পুনরায় বিবেচনা করার বিষয়ে সিরিয়াসলি বিবেচনা করছেন।
অবশ্য দৈনিকটির এ খবরের বিষয়ে মন্তব্য করার জন্য বার্তা সংস্থা রয়টার্স ফিফাকে ইমেইল করেছিল। তবে তাৎক্ষণিকভাবে ফিফার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
ফিফা’র সঙ্গে গত প্রায় চার দশক ধরে জড়িত আছেন ব্লাটার। ১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/শরীফ