ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে হিসাবটা ছিল পরিষ্কার। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে দু'টিতে জিততে পারলেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে-এমনটাই ছিল সমীকরণ। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই তাই চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকটাই নিশ্চিত থাকলেও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার পরিকল্পনায় আবার একটু অনিশ্চয়তায় পড়ে যায় মাশরাফি বিন মুর্তজার দল। কারণ ওই টুর্নামেন্টে রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশকে পেরিয়ে যাওয়ার সুযোগ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ছিল বলে ধারণা করা হচ্ছিল। বর্তমানে ৯৩ রেটিং নিয়ে বাংলাদেশ আছে র্যাংকিংয়ের ৭ নম্বরে। আর ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে ও ৮৭ রেটিং পয়েন্ট পাকিস্তান নয় নম্বরে।
তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সম্পাদক সম্বিত বাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচগুলোর ফল যা-ই হোক না কেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বাংলাদেশকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান র্যাংকিং ধরে রাখতে হবে। সেইসময় পর্যন্ত বাংলাদেশ সপ্তম স্থানে থাকবে বলেই তাকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকেই। তাই বলা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ যে নিশ্চিত তা বলা যায়। এখন অপেক্ষা শুধু আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/শরীফ