জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু, দক্ষিণ আফ্রিকা পর্যন্ত চলছে সেই জয়োৎসব। এমন সুখকর মুহূর্তকে সঙ্গী করেই ঈদুল ফিতর পালন করবেন মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। ছোটবেলা ছাড়া এমন আনন্দের ঈদ বোধ হয় আর কখনোই পালন করেননি ক্রিকেটাররা।
এর আগেও সিরিজ কিংবা টুর্নামেন্ট চলাকালীন দেশে ও দেশের বাইরে বহু ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা। এবারও করছেন। এবার করছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে। টেস্ট সিরিজ বাকি থাকায় ক্রিকেটারদের অনেকেই থেকে গেছেন চট্টগ্রামে। বাকিরা পরিবারের সঙ্গে ঈদ করতে ফিরেছেন ঢাকায়। কেউ গেছেন আবার বাড়িতে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি পরিবার নিয়ে ঈদ করবেন নড়াইলে মা-বাবার সঙ্গে। ঈদের পর টেস্ট সিরিজ। প্রথম টেস্ট চট্টগ্রামে। তাই চট্টগ্রামে থেকে যাওয়া ক্রিকেটারদের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদ করবেন ঢাকায়। তবে কেউ কেউ আবার বলছেন, সাকিবের ঈদ করার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের বাড়ি চট্টগ্রামে। পরিবারের সবাই এখানেই থাকেন। পরিবারের সঙ্গে ঈদ করবেন তামিম। টেস্ট দলের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামও চট্টগ্রামে থাকবেন সস্ত্রীক। স্কোয়াডের সেরা বাঁ হাঁতি ওপেনার সৌম্য সরকার, ইমরুল কায়েশ, হালের সেনসেসন মুস্তাফিজুর রহমান, লিটন দাসরা চট্টগ্রামে ঈদ করবেন। ঈদ করতে ইমরুলের স্ত্রীও থাকছেন চট্টগ্রামে। ওয়ানডে খেলে পরের দিন ঢাকা চলে আসেন টাইগার অধিনায়ক মাশরাফি। পরিবার ও দুই সন্তান নিয়ে চলে গেছেন নড়াইল। সেখানে মা-বাবার সঙ্গে ঈদ করবেন। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও চট্টগ্রামে ঈদ উদযাপন করতে পারেন। যদিও বগুড়ায় মুশফিকের মা থাকেন। মাহমুদুল্লাহ রিয়াদও ঈদ করবেন চট্টগ্রামে।