জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজ জিতল বাংলাদেশ। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও টানা দুই ম্যাচে সফরকারীদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন। তোমরা দেশের জয়যাত্রা অব্যাহত রেখে নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছ। তোমাদের সাফল্য দেশের মহা সাফল্য। আরও এগিয়ে যাও। সারা দেশ তোমাদের সঙ্গে আছে।'