ঢাকা টেস্টের আজকের প্রথম দিনে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের উইকেটটি নিয়ে ইতিহাসের পাতায় নিজেকে জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্টেইন। টেস্ট ক্রিকেট ইতিহাসের মাত্র ১৩তম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারীর ক্লাবে ঢুকে গেলেন তিনি। আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের এলিট ক্লাবে পা রাখলেন। তার আগে ওখানে আছেন সাবেক প্রোটিয়াস পেসার শন পোলক ৪০০ উইকেট শিকার করেছিলেন।
৩২ বছর বয়সী ডেল স্টেইন তার ৮০তম টেস্ট ক্রিকেট খেলছেন। ২০০৪ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করেন স্টেইন। তখন মাখায়া এনটিনির যুগ। মাত্র ১০ উইকেটের জন্য এনটিনি ৪০০'র ক্লাবে ঢুকতে পারেননি। এনটিনির পরের প্রজন্মের প্রোটিয়া বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন স্টেইন। তাকে সামনে রেখেই আক্রমণ সাজায় দক্ষিণ আফ্রিকা। ঢাকা টেস্টের আগে ৭৯ টেস্টে ২২.৫৮ গড়ে ৩৯৯ উইকেট ছিল স্টেইনের। বৃষ্টিতে ড্র চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন স্টেইন। ডান হাতি এই পেসারের এক উইকেটের অভাবটা মিটিয়ে দিলেন তামিম।
স্টেইনের আগে ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন আরো ১২ জন ক্রিকেটার। সবার শীর্ষে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তার শিকার স্টেইনের ডাবল। ৮০০ উইকেট। ৭০৮ উইকেট শেন ওয়ার্নের। এরপর যথাক্রমে আছেন অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯), কপিল দেব (৪৩৪), স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১), শন পোলক (৪২১) হরভজন সিং (৪১), ওয়াসিম আকরাম (৪১৪), জেমস অ্যান্ডারসন (৪০৬), কার্টলি অ্যামব্রোস (৪০৫)।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/শরীফ