'মিস্টার ফিনিশার' খ্যাত বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টর দলে রাখা হয়নি। কিন্তু আজ থেকে মিরপুরে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে সৌম্য সরকার ও রুবেল হোসেনকে একাদশের বাইরে রাখা হলেও সুযোগ দেয়া হয়েছে নাসির হোসেনকে। রেকর্ডধারী বোলার তাইজুল ইসলামকেও রাখা হয়েছে দলের বাইরে।
ঢাকা টেস্টে বাংলাদেশ বড় রানের সংগ্রহ চায়। আর সেজন্যই নাসিরকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বলেন, 'নাসির ব্যাট হাতেও জ্বলে উঠতে জানেন অন্যদিকে বল হাতেও প্রতিপক্ষকে ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রয়েছে তার। তাকে নেয়ার মাধ্যমে বাংলাদেশ একাদশে যেন একজন অফস্পিনারকে নিল। অন্যদিকে একজন হার্ট হিটার ব্যাটসম্যানও পেল বাংলাদেশের একাদশ।'
মূলত ঢাকা টেস্টে প্রত্যাশিত ফল চায় বাংলাদেশ। তাই নাসিরের কাছ থেকে অলরাউন্ড পারফরম্যান্সের রত্যাশায় তাইজুলকে সরিয়ে তাকে নেয়া হয়। বাংলাদেশের আজকের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শহীদ। আছেন জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমানও।
এদিকে, শেষ খবর পর্যন্ত বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে। ২৮ রান নিয়ে ইমরুল কায়েস ও মুমিনুল হক ৩৫ রান নিয়ে ক্রিজে আছেন। ওপেনার তামিম ইকবাল পেসার ডেল স্টেইনের বলে ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/শরীফ