পাঁচ ম্যাচ অ্যাসেজ সিরিজের এজবাস্টনের বার্মিংহামে চলমান তৃতীয় টেস্টে বার্মিংহামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়াটা যে অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের ঠিক ছিল না তা তাদের প্রথম ইনিংস দেখলেই বোঝা যায়। কারণ দ্বিতীয় টেস্টে বেশ দাপটের সঙ্গে খেলে জয় পাওয়া অজিরা সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলেছে! অজিদের ইনিংসে মূলত আঘাত হেনেছেন পেসার জেমস অ্যান্ডারসন। তিনি একাই নিয়েছেন ৬টি উইকেট। অবশ্য এজন্য দিতে হয়েছে ৪৭ রান। তার বোলিং দাপটে অজিরা প্রথম ইনিংসে মাত্র ৩৬.৪ ওভার টিকতে পেরেছে। জেমস অ্যান্ডারসনের সুইং ও সিম বোলিংয়ে দিশেহারা অস্ট্রেলিয়া।
৪৭ রানে ৬ উইকেট অ্যান্ডারসনের চতুর্থ সেরা পারফরম্যান্স। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে ইংল্যান্ড মাত্র তিনজন বোলার ব্যবহার করেছে। স্টিভেন ফিন প্রথম সেশনে ২ টি উইকেট নিয়েছেন। পরে স্টুয়ার্ট ব্রড নিয়েছেন দুটি উইকেট।
এদিকে, স্বাগতিক ইংল্যান্ডও তাদের প্রথম ইনিংসে বেশ সুবিধাজনক অবস্থানে নেই। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে তারা। এখন ক্রিজে আছেন জো রুট ও জস বাটলার। রুটের সংগ্রহ ৫১ রান। আর বাটলার এখনো রানের খাতা খুলেননি। এর অাগে ৩ উইকেটে ১৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন ও মিশেল জনসন ২টি করে উইকেট এবং যশ হ্যাজলউড ১টি উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ৫ ম্যাচ অ্যাসেজ সিরিজে এখন ১-১ এ সমতা রয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/শরীফ