পেশাদার ফুটবল লিগে প্র্রথম তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিকের কৃতিত্ব পেয়েছিল ঢাকা আবাহনী। এবার হ্যাটট্রিকের সুযোগ এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। গতবারের মতো এবারও তারা দেশসেরা ফুটবলের ট্রফি ঘরে তুলল। মূলত দ্বিতীয়পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারানোর পরই জামালের শিরোপা জেতার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। এরপর ব্রাদার্স ইউনিয়নকে বিধ্বস্ত করার পর উৎসবটা সময় ব্যাপার হয়ে দাঁড়ায়। কেননা বুধবার মুক্তিযোদ্ধার কাছে হারার পর শিরোপা জেতার যে ক্ষীণ সম্ভাবনাটুকু ছিল তা শেষ হয়ে যায় ঢাকা আবাহনীর। সম্ভাবনা টিকে ছিল শেখ রাসেল ও ঢাকা মোহামেডানের। এ ক্ষেত্রে শেখ জামালকে বাকি তিন ম্যাচ হারাতে হতো। আর রাসেল বা মোহামেডানকে বাকি ম্যাচগুলোতে জিততেই হতো।
	এখন আর লিগে কোনো নাটকীয়তা বা উত্তেজনা থাকছে না। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর প্রিমিয়ার লিগে  মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে দুই ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল শেখ জামাল। প্রথমার্ধে ৩৩ মিনিটে  ডার্লিংটনের গোলে শেখ জামাল এগিয়ে যায়। সাত মিনিট পর  সমতা ফেরান মোহাডেনের জুয়েল রানা। ইনজুরি টাইমে বাঙ্গুরার চমৎকার গোলে মোহামেডান প্রথমার্ধে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য উজ্জীবিত হয়ে খেলতে থাকে শেখ জামাল। ৫৫ মিনিটে ওয়েডসন ব্যবধান করেন ২-২। ৭৬ মিনিটে ল্যান্ডিং গোল করলে পিছিয়ে থাকা জামাল এগিয়ে যায়। আর এ গোলই শেখ জামালকে এনে দেয় পেশাদার লিগের তৃতীয় শিরোপা।   এখন মুক্তিযোদ্ধা বা ঢাকা আবাহনীর কাছে হারলেও মামুনুলদের কোনো যায় আসবে না। কারণ শেখ রাসেল বাকি ম্যাচ জিতলেও জামালের ৪৫ পয়েন্ট স্পর্শ করতে পারবে না। রানার্সআপের জন্য শেখ রাসেল, মোহামেডান ও আবাহনী বাকি ম্যাচ লড়বে। শক্তির বিচারে জামাল ফেবারিট দল হলেও প্রথম পর্বে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল। তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও মোহামেডানকে গুরুত্ব দিয়েই মাঠে নেমেছিল শেখ জামাল। শিরোপার জন্য পরের দুই ম্যাচে যেন অপেক্ষা করতে না হয় সেদিকে নজর রাখে জামাল। মোহামেডানে এবার তারকা খেলোয়াড় না থাকলেও তরুণদের নিয়ে ভালোই খেলেছে। তাদের গতিময় খেলা অনেকের চোখে পড়েছে। তাই শেখ জামালকে হারানোর সামর্থ্য তাদের ছিল। কিন্তু শিরোপা নিশ্চিত করতে জোসেফের শিষ্যরা অতিরিক্ত সতর্ক থাকাতে কোনো অঘটন ঘটেনি। জয় পেয়ে শেখ জামাল আবারও প্রমাণ করল ঘরোয়া ফুটবলে তারাই সেরা। শিরোপা নিশ্চিত হওয়ার পর দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উল্লাসে ফেটে পড়েন। রাতে ধানমন্ডিতে ক্লাবজুড়েই ছিল উৎসব। মামুনুল ইসলাম বলেন, আমরা ভালো খেলেই শিরোপা জিতেছি। এখন আমরা লিগে হ্যাটট্রিক শিরোপা জিততে চায়। ১৯৭৯ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে অভিষেক ঘটেছিল ধানমন্ডি ক্লাবের। ধানমন্ডি নামকরণের অবস্থায় দলটি লিগে বড় কোনো সাফল্য পায়নি। কিন্তু ২০১০-১১ মৌসুমে শেখ জামাল নামে আবির্ভাবের পর ধানমন্ডি ক্লাবের চেহারা পাল্টে যায়। সেবারই শক্তিশালী দল গড়ে পেশাদার লিগে খেলতে নামে এবং শিরোপাও জিতে নেয়। গত মৌসুমে ফেডারেশন কাপের পাশাপাশি লিগ জিতে নেয় তারা। এবার মূলত বিগ বাজেটে দল গড়ে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল। কিন্তু দুর্ভাগ্যক্রমে শেখ রাসেল ভালো খেলেও বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারায়। প্রথম পর্বে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল শেখ জামাল। অন্যদিকে শেখ রাসেল, মোহামেডান, ব্রাদার্স ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। ধারণা করা হচ্ছিল দ্বিতীয়পর্বে শিরোপা লড়াই জমে উঠবে। কিন্তু তা আর হয়নি, শেখ জামাল দ্বিতীয়পর্বে আরও দুর্বার হয়ে উঠে। আর সেই ফল তারা পেল পেশাদার লিগ শিরোপা ধরে রেখে। এবারও ফেডারেশন কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সামনে বার দুটো আসরে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ তাদের থাকল। পেশাদার লিগের আগে ঢাকা আবাহনী ৮৩, ৮৪, ৮৫ সালে চ্যাম্পিয়ন হয়ে দেশের প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতার কৃতিত্ব পেয়েছিল। অবশ্য ৮৬, ৮৭ ও ৮৮-৮৯ মৌসুমে অপরাজিত হ্যাটট্রিক শিরোপা জিতে মোহামেডান নতুন রেকর্ড গড়ে। যা কোনো দলের পক্ষে ভাঙা সম্ভব হয়নি। জামালের এ সাফল্যের পেছনে অবশ্যই তাদের ফুটবলারদের কৃতিত্ব রয়েছে। কিন্তু ক্লাব সভাপতি মনজুর কাদেরের কথা না বললে নয়। তার অক্লান্ত পরিশ্রমে শেখ জামাল আজ ফুটবলে দেশের সেরা দলে পরিণত হয়েছে। শিরোপা জেতার পর তিনি বলেন, অবশ্যই আমি খুশি। ছেলেরা আমাকে প্রতিশ্র“তি দিয়েছিল শিরোপা উপহার দেওয়ার। তারা পেরেছে। এ জন্য শুধু ফুটবলার, কোচ নয় দলের সবাইকে ধন্যবাদ জানাই। 
শিরোনাম
                        - একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
 - আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
 - যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
 - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 
উৎসবে ভাসছে শেখ জামাল
শেখ জামাল ৩ : ২ মোহামেডান
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক  
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর