ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র নবম আসর গত ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ট টুর্নামেন্টের ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি ম্যাচে হেরেছেও তারা। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে রোহিতের এই দলটি। ফলে ৬ ম্যাচে ৪ পয়েন্ট এখন তাদের অবস্থান পয়েন্ট তালিকার ৬ নম্বরে। গতকালও দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ১০ রানে হেরেছে দলটি।
কলকাতা নাইট রাইডার্স কেকেঅার এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। আর সমানসংখ্যক ম্যাচের মাত্র ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছে পুনে সুপারজায়ান্টস। আর নতুন দল সানরাইজার্স হায়দারাবাদ ৫ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। গতকালও মুস্তাফিজের চমৎকার বোলিং ও ডেভিড ওয়ার্নারের চমৎকার ব্যাটিংয়ের উপর ভর করে কিংস একাদশ পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এছাড়া পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তারাও চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। অার পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে কিংস একাদশ পাঞ্জাব। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে প্রীতির এই দলটি। আরেক নতুন দল গুজরাট লায়ন্স রয়েছে চতুর্থ স্থানে। চার ম্যাচের মধ্যে তারা ৩টিতে জয় পেয়েছে।
এদিকে, ভারতের শীর্ষ দুই ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দলের অবস্থান পয়েন্ট তালিকায় খুব ভালো নয়। ৪ ম্যাচের মাত্র ১টিতে জিতে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। আর কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর রয়েছে পঞ্চম স্থানে। আরসিভি তাদের ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে। ফলে তাদের পয়েন্ট ৪।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ