ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর থেকে ছিটকে গেলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
গত শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন রাইজিং পুনে সুপার জায়ান্টসের এই তারকা ক্রিকেটার। পরে নিজের ইন্সটগ্রামে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার খবর জানান পিটারসেন।
ম্যাচে পিটারসেন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল খেলেই ইনজুরিতে পড়েন। পরে রিটার্ডহার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। ম্যাচটিতে শেষ পর্যন্ত পুনে ১৩ রানে হার মানে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব