বিরাট কোহলির ৬৩ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংসের পরও জিততে পারলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে, ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ইনিংস আর দিনেশ কার্তিকের অপরাজিত ৫০ রানের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর দেওয়া ১৮১ রানের টার্গেট গুজরাট লায়ন্স টপকে যায় ৩ বল হাতে রেখেই ৬ উইকেটে হাতে রেখেই।
আইপিএলে রবিবার রাজকোটের মাঠে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও গুজরাট। টস জিতে ম্যাচে আগে ব্যাটিং করেছে বেঙ্গালুরু। অধিনায়ক কোহলির অপরাজিত ১০০ (৬৩ বলে) ও লোকেশ রাহুলের হার না মানা ৫১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল দলটি। ফলে জয়ের জন্য গুজরাটের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৮১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান পায় গুজরাট। টপ অর্ডার ব্যাটসম্যানদের সবাই রান পাওয়ায় শেষ অব্দি ইনিংসের ৩ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সুরেশ রায়নার দল। সর্বোচ্চ ৫০ রান (অপরাজিত) এসেছে দিনেশ কার্তিকের ব্যাট থেকে। এ ছাড়া ব্রেন্ডন ম্যাককুলাম ২৪ বলে ৪২, ডোয়াইন স্মিথ ২১ বলে ৩২ এবং সুরেশ রায়না ২৮ রান করেন।
আসরে ৫ ম্যাচ খেলা গুজরাটের এটি চতুর্থ জয়। অন্যদিকে, ৫ ম্যাচ খেলে বেঙ্গালুরুর এটি তৃতীয় হার।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব