এই প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এ এক নতুন ইতিহাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন চমক লাগানো এ তথ্য দিয়েছেন।
ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। শুধু তাই নয়, এই সাফল্যের কারণে আগামী ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। কোন বাছাই পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।
র্যাংকিংয়ে বাংলাদেশের সর্বশেষ অবস্থান ছিল সপ্তম। বর্তমানে ১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।
যদিও এখন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বছরের একটা সময় র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। আর সেই হিসাবে এর মধ্যে কোন ম্যাচ না খেললেও বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০১।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৯