মঙ্গলবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। রবিবার লিগের প্রথম রাউন্ড শেষে পয়েন্ট পেয়েছে সাতটি দল। এই রাউন্ডে পয়েন্ট পাওয়া দলগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
অন্যদিকে পয়েন্টশূন্য দলগুলো হচ্ছে- কলাবাগান ক্রীড়া চক্র, প্রাইম ব্যাংক, ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস), ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রিকেট একাডেমি।
মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ভেন্যুতে সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচগুলো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। এছাড়া দিনের অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে। এই ভেন্যুতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে ক্রিকেট কোচিং স্কুলের।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন