বর্তমানে ভারতের সেরা স্পিন অস্ত্র মানেই আর. অশ্বিন। আর সেই সেরা স্পিনার কেন হঠাৎ অন্ধকারে ডুবে গেলেন, তার উত্তর জানতে আরও অনেকের মতো সর্বকালের সেরা ভারতীয় অফস্পিনার এরাপল্লি প্রসন্নও অনেক চিন্তিত।
সম্প্রতি ভারতের এবেলা পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
মঙ্গলবার বেঙ্গালুরুর বাড়ি থেকে ফোনে ‘এবেলা খেলা’র সঙ্গে কথা বলতে গিয়ে প্রসন্ন প্রথমেই বলে উঠেন, ‘‘আমিও খুব কৌতূহলী এটা খুঁজে বের করার জন্য। কী হল অশ্বিনের? এটাই তো এখন ইন্ডিয়ান ক্রিকেটের হট টপিক!’’
এসময় প্রসন্ন আরো বলেন, ‘‘ধোনি কিছুটা হলেও ওকে দিয়ে কম বল করাচ্ছে। পুরোপুরি ওকে উপেক্ষা করা হচ্ছে, বলব না। কিন্তু যারা বলছে ধোনি ঠিকমতো অশ্বিনকে ব্যবহার করছে না, তাদের সঙ্গে আমি কিছুটা হলেও একমত।’’
ধোনি এবং অশ্বিন সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল থেকেই ‘হট টপিক’। ওয়াংখেড়ের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনকে দিয়ে মাত্র দু’ওভার বল করান ধোনি। ম্যাচ হেরে বলেন, শিশিরের প্রভাব খুব বেশি ছিল বলে অশ্বিনকে দিয়ে বল করাননি। আইপিএল শুরুর আগে অধিনায়কের এই মতকে খণ্ডন করেন স্বয়ং অশ্বিন। কম বোলিং করানো হচ্ছে বলে যে তিনি মোটেও খুশি নন, তাও গোপন করেননি অশ্বিন।
এসময় প্রসন্ন বললেন ধোনি নিয়ে তাঁর পর্যবেক্ষণের কথা। ‘‘আমি তো ধোনিকে খুব একটা বোলারদের সঙ্গে কথা বলতেই দেখি না। অশ্বিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা তো হতেই পারে। যে কোনও বোলারের জীবনে খারাপ সময় আসতে পারে। কিন্তু ম্যাচের মধ্যে অধিনায়ক কথা বলে অনেক সাহস দিতে পারে। সেটা আমি কখনই ধোনিকে করতে দেখছি না।’’
তাই বলে অশ্বিনের খারাপ সময়ের জন্য একা ধোনিকেও দায়ী করতে চান না প্রাক্তন অফস্পিনার। তাঁর চোখে বরং অন্য কতগুলি ত্রুটি ধরা পড়েছে। বললেন, ‘‘অশ্বিনের বোলিংটা ব্যাটসম্যানরা ধরে ফেলতে পারছে। সেই কারণে ওর বল এখন অনেকেই খুব ভাল খেলছে।''
সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের প্রশংসা করে প্রসন্ন বললেন, ‘‘কলকাতার ছেলেটা দেখলাম বেশ আত্মবিশ্বাস নিয়ে খেললো অশ্বিনের বল। যদি ঠিক দেখে থাকি, অশ্বিনের দু’ওভারে প্রায় ২০ রানের মতো নিয়েছিল (নাইট রাইডার্সের বিরুদ্ধে দুই ওভারে ২১ রান দিয়েছিলেন অশ্বিন)। ছেলেটা ক্রিকেট-ব্যাকরণের মধ্যে থেকে অশ্বিনকে খেলল দেখে ভাল লাগল।’’
আইপিএলে সোমবারের আগে পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছিলেন অশ্বিন। কোটা সম্পূর্ণ করলে তার ২০ ওভার করার কথা। সেখানে করেছেন মাত্র ১৪ ওভার। পেয়েছেন মাত্র একটি উইকেট। মঙ্গলবার যদিও পুরো চার ওভার করে আরও একটি উইকেট পেয়েছেন।
তবে প্রসন্ন মনে করছেন, পুণে যদি জয়ের মধ্যে ফিরতে পারে তাহলে অশ্বিনকে নিয়ে ধোনির মনোভাবও পাল্টে যেতে পারে। ‘‘আমার মনে হয় অশ্বিনকে বেশি করে বিদেশি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ব্যবহার করবে ধোনি। সেই মতলবটা হয়তো ও মনে-মনে করে রেখেছে। বিদেশিরা এখনও ওর বল খেলতে সমস্যায় পড়তে পারে।’’
এদিকে কিংবদন্তি এই স্পিনারের পূর্বাভাস ঠিক হবে কি না তা সময়ই বলে দিবে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-০২