পশ্চিম বঙ্গের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস মাতিয়ে গেলেন কেকেআর-এর তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান, উমেশ যাদব, সূর্যকুমার যাদব ও জেসন হোল্ডাররা বিগ বসের ঘরের বাসিন্দাদের সঙ্গে ক্রিকেট খেললেন।
গতকাল রাতে প্রচারিত এ শো'তে খেলার বাইরেও শিলাজিতের গানে নেচে গেয়ে আসর মাতিয়ে দেন সাকিবরা। এর আগে এভাবে তাদেরকে কোন রিয়ালিটি শো’তে পাওয়া যায়নি।
রিয়ালিটি শো'তে দেখা যায়, প্রতিযোগীদের লক্ষ করে সাকিবরা শুধু বল করেছেন। খেলার নিয়ম অনুযায়ী ব্যাট থেকে আসা বল বাউন্ডারি লাইনের চতুর্দিকে থাকা খাবারের ছবি দেওয়া ব্যানারে লাগলেই খাবার পাবেন গৃহস্থরা। এদিন ব্যাটে রান পেলেন জয়জিত, অপূর্ব এবং ঋ। তাঁদের মিলিত প্রয়াসে ঘরে মুরগির মাংস ও নুডলস আসে।
এরপর শিলাজিতের লোকগীতির তালে জেসন এবং উমেশদের নাচও ছিল প্রশংসার দাবিদার। সাকিব জানালেন বিগবসে এসে তিনি অনেক উপভোগ করেছেন। প্রতিযোগীদের বিগবসের খেলার জন্য শুভেচ্ছা জানিয়ে গেলেন উমেশ। দুর্দান্ত ধারাবাহিক ফর্মে থাকা কেকেআর-এর এই অভিনব প্রচার নিঃসন্দেহে বাংলার মানুষের মন আরও জয় করে নিয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-০৩