ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয় ২০০৮ সালে। আর মুস্তাফিজ ক্রিকেট খেলতে শুরু করেন ২০১০ সালে। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের এই বিস্ময় বালক। এবারের আইপিএলে এখন পর্যন্ত সফল বোলার তিনিই। অধিনায়ক এবং কোচ থেকে শুরু করে গোটা ভারতে চলছে মুস্তাফিজ বন্দনা।
ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে মুস্তাফিজ নিজেই বলেন, "যখন আইপিএল ২০০৮ সালে শুরু হয় তখনও আমি ক্রিকেট খেলতে শুরু করিনি। আমি ক্রিকেট শুরু করি ২০১০ সালে।"
ইংরেজি কিংবা হিন্দি ঠিকঠাক না পারলেও ক্রিকেটের ভাষা ঠিকই বোঝেন মুস্তাফিজ। এবার ভারতে গিয়ে অন্য ভাষাকে হালকা রপ্ত করার চেষ্টা করছেন কাটার মাস্টার। তিনি বলেন, ‘এটা সত্যি যে আমি ইংরেজি কিংবা হিন্দি ভালো বুঝি না। তবে দিন শেষে এটাও সত্যি যে, ক্রিকেটের নিজস্ব ভাষা আছে। আর সেটা আমি বেশ ভালই বুঝি। আমি জানি, আমাকে কী করতে হবে।’
বিডি-প্রতিদিন/ ২৮ প্রতিদিন, ২০১৬/ রশিদা