ঊরুর মাংসপেশিতে চোট থাকায় এতিহাদে ম্যানচেস্টার সিটি’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক সপ্তাহ আগে লা লিগা ম্যাচে চোট লেগেছিল রোনাল্ডোর। তাই ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ভক্তদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘দুশ্চিন্তা করবেন না’।
আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবাউয়ে ম্যান সিটি’র বিরুদ্ধে হোম ম্যাচ রিয়াল মাদ্রিদের। প্রথম পর্বের ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় ফিরতি ম্যাচই দুই দলের কাছে ফাইনালে ওঠার অগ্নিপরীক্ষা। ক্লাব থেকে জানানো হয়েছে, রোনাল্ডোর চিকিৎসা চলছে। আরও জানানো হয়েছে, ফিরতি ম্যাচের আগে তিনি ফিট হবেন কি না সেটা এখনও বলা যাচ্ছে না।
কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এই ম্যাচে মাঠে নামার জন্য রোনাল্ডো মরিয়া! তাই তিনি ‘স্টেম সেল’ চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। ‘স্টেম সেল’ হল শরীরের কোন সুস্থ কোষ থেকে রক্ত নিয়ে চোটগ্রস্ত বা অসুস্থ কোষে ইঞ্জেকশনের সাহায্যে সেই রক্ত প্রয়োগ করে কোষটিকে আবার সুস্থ করে তোলা।
রোনাল্ডোর মা অ্যাভেইরো অবশ্য নিশ্চিত যে, ফিরতি ম্যাচে রোনাল্ডো খেলবেন। তিনি বলেছেন, ‘‘ওর মনের জোর আমারই মতো। আমার ধারণা, একশো শতাংশ না হলেও রোনাল্ডো আশি শতাংশ ফিট।’’
এই ম্যাচে রোনাল্ডোকে চাইছেন ভিনসেন্ট কোম্পানিও। ম্যান সিটি’র অধিনায়ক। কোম্পানি বলেছেন, ‘‘রোনাল্ডো গ্রেট। কিন্তু ওর খেলায় গতি রয়েছে। তবে, শক্তি কম। তাই মনে হয় ওকে থামাতে পারব।’’
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭