ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান নবম আসরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্স। বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দারাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এদিকে, গতরাতে পুনেতে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসে ৩ উইকেটে হারিয়ে গুজরাট লায়ন্স। টসে হেরে প্রথমে ব্যাট করে পুনে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে। স্টিভেন স্মিথ সেঞ্চুরি [১০১ রান] ও অাজিঙ্কা রাহানে ৫৩ রান করেন। টুর্নামেন্টে স্মিথের সেঞ্চুরিটি হচ্ছে এবারের তৃতীয়।
জয়ের জন্য ১৯৬ সানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে হারিয়েই জয় তুলে নেয় গুজরাট। ডোয়াইন স্মিথ ৬৩ রান ও ব্রান্ডন ম্যাককালাম ৪৩ রান করেন। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান অারো শক্ত করলো গুজরাট। ৭ ম্যাচের ৬টিতে জিতে তাদের পয়েন্ট এখন ১২। আর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচের ৪টিতে জিতেছে কেকেঅার।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/শরীফ