বিরাট কোহলি যেখানে তার ফ্যানেরাও সেখানে। বিরাটকে খেলার মাঠে দেখার সুযোগ পাওয়া গেলেও মাঠের বাইরে তার দেখা পান না ফ্যানরা। কিন্তু ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন যদি নিজেই শপিংমলে আসেন তাহলে তো কথাই নেই। ফ্যানদের পাগলামি বেড়ে যাবে বহুগুন।
শুক্রবার তাই ঘটলো। চোখের সামনে স্বপ্নের নায়ককে দেখে হায়দরাবাদের একটি শপিং মল ‘বিরাট’ বলে চিৎকারে ফেটে পড়ল ফ্যানরা। প্রায় ২০০০ মানুষের সামনে নিজের স্টোর লঞ্চ করলেন বিরাট। ক্রিকেট সার্কিটের অন্যতম ফ্যাশনেবল পুরুষকে দেখে মেয়েদের পাগলামি ছিল চোখে পড়ার মতো।
আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হায়দরাবাদের ঘরের মাঠেই খেলবে। তার আগেই বিরাট নিজের ব্র্যান্ড প্রমোশনের কাজটা করে ফেললেন। এদিন সেলফি স্টিক দিয়ে গোটা শপিং মলকে স্বাক্ষী রেখেই সেলফি তুললেন বিরাট। নিজেই সে ছবি ফেসবুক ও টুইটারে পোস্ট করেছেন।
বিরাট বললেন, ‘হায়দরাবাদকে আমি দারুণ ভালোবাসি। এখানে খেলতে আসতে আমার দারুণ লাগে। সময় পেলে ঘুরতেও আসি।এখানে এসে আজ যেরকম ভালোবাসা পেলাম সেটা কোন দিন ভুলব না।’
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/ হিমেল-০৫