উসেইন বোল্ট কখনও হারতে শেখেননি। মাঠ তাকে কখনও ব্যার্থ হতে দেখা যায়নি। কিন্তু এক রমণীর কাছে তিনি হেরে গিয়েছিলেন। প্রেমের প্রস্তাব পাঠালেও কোন ভাবেই সেই রমণী তার ডাকে সাড়া দেননি।
জামাইকান এই স্প্রিন্টার বছর তিনেক আগে পপ তারকা রিহানার প্রেমে পড়েছিলেন। তাকে ডেটে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু কোন ভাবেই বোল্টের ডাকে সাড়া দেননি রিহানা। সম্প্রতি এই তথ্য ফাঁস করেছেন বোল্ট নিজেই।
বোল্ট জানিয়েছেন, ২০১৩ সালে রিহানার প্রেমে তিনি পাগল ছিলেন। তাঁর সঙ্গে ‘ডেট’-এ যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু রিহানার কাছ থেকে এখনও পর্যন্ত কোন জবাব পাননি বোল্ট। রিয়ানার প্রেমিক ড্রেক-কে নিয়েও মজা করতে ছাড়েননি বোল্ট।
তাঁর কথায়, ‘‘সমস্ত ভালবাসাই ও এক জনকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার সঙ্গে ওর কোনো তুলনা হয়, বলুন? আমি লম্বা, হ্যান্ডসাম। আই অ্যাম ডার্ক। আই অ্যাম দ্য গ্রেটেস্ট।’’
তবে ভবিষ্যতে যদি বোল্টের ডাকে সাড়া দেন রিহানা তখন কী করবেন তা এখনই স্পষ্ট করে বলতে নারাজ তিনি।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/ হিমেল-০৯