আইপিএলের চলতি আসরে শিরোপার খোঁজে অধিনায়কের মসনদে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারকে বসিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু ছয় ম্যাচের পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে প্রীতি জিনতার দল। এমনকি ৬ ম্যাচে মাত্র ৭৬ রান এসেছে প্রোটিয়া এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এতে হতাশ প্রীতি শেষ পর্যন্ত মিলারকে সরিয়ে মুরালি বিজয়কে নতুন অধিনায়কের দায়িত্ব প্রদান করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
পাঞ্চাবের কোচ সঞ্জয় বাঙ্গার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অধিনায়কত্বের ভারে হাসছে না মিলারের ব্যাট।এজন্য মিলারকে সরিয়ে দিয়ে ওপেনার মুরালি বিজয়কে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্রিকেট বিশ্বের সেরা দুই হার্ডহিটার ডেভিড মিলার ও গ্লেন ম্যাক্সওয়েল পুরোই ফ্লপ। পাশাপাশি বোলারদের থেকেও আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছেন না বলিউডের লাস্যময়ী তারকা প্রীতি জিনতা।
এদিকে, অধিনায়ক হিসেবে আজই অভিষেক হচ্ছে বিজয়ের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে প্রীতির দল। অধিনায়ক পাল্টে প্রীতির ভাগ্য বদলায় কি না, সেটা সময়ই বলে দেবে।
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৬/মাহবুব