আগে সেপ্টেম্বর মাসে হতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ। কিন্তু ব্যবসায়িকভাবে লাভজনক না হওয়ায় দুই বছর ধরে সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে আছে। এই সুযোগটা কাজে লাগাতে এখন সেপ্টেম্বরে ‘মিনি আইপিএল’ আয়োজন করার কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এ ব্যাপারে বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘প্রবাসী ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে মিনি আইপিএলের আয়োজন করতে চলেছে বিসিসিআই। এ বছরের সেপ্টেম্বরেই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।
বিশ্বের যে দেশে ভারতের সমর্থক সবচেয়ে বেশি, সেখানেই আয়োজন করা হবে টুর্নামেন্টটি। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা ছড়িয়ে দিতে পারলে আরো বেশি লাভবান হবে বিসিসিআই।’
বিসিসিআইয়ের ওই মুখপাত্রের বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বরে ‘মিনি আইপিএল’ আসর বসে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা!
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-০২