ইংল্যান্ডকে যেন প্রিয় প্রতিদ্বন্দ্বীই বানিয়ে ফেললেন ইমরুল কায়েস। তাদের বিপক্ষে সিরিজ শুরুর আগে গত মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নিজের সামর্থের প্রমান দিতে আগ্রাসী সেঞ্চুরি করেছিলেন। তার ফল সঙ্গে সঙ্গে পেয়েও গেছেন।
আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সৌম্য সরকারের পরিবর্তে দলে ঢুকেই তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ৩১০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ১১৯ বলে ১১২ রান করে আউট হন তিনি। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯১ বলে ১২১ রান করেছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এ রান করতে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।
দুর্দান্ত সেই সেঞ্চুরি করেই সৌম্য সরকারকে সরিয়ে মূল সিরিজের একাদশে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। জায়গা পেয়ে সুযোগটাকে কাজে লাগালেন তিনি।
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এটি প্রথম।
বিডি প্রতিদিন/ ০৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম