বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয় তুলে নিয়েছে ফ্রান্স। কেভিন গামেইরো ও অঁতোয়ান গ্রিজমানদের নৈপুণ্যে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা।
প্যারিসে শুক্রবার রাতে ফ্রান্সের পক্ষে জোড়া গোল করেন কেভিন গামেইরো। অঁতোয়ান গ্রিজমান ও দিমিত্রি পায়েত একটি করে গোল করেন। অন্যদিকে বুলগেরিয়ার পক্ষে একমাত্র গোলটি মিহাইল আলেকসান্দ্রোভের।
গত মাসে নিজেদের প্রথম ম্যাচে বেলারুশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে বেলারুশকে ৪-১ গোলে হারানো নেদারল্যান্ডসের পয়েন্টও ৪। ‘এইচ’ গ্রুপে বসনিয়া হার্জেগোভিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ