ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এজন্য দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে। আর সেটা হলে অনেক দিন আবারও মাঠে দেখা যেতে পারে অলরাউন্ডার নাসির হোসেনকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে বোলিংয়ের ব্যর্থতার পরে ফিল্ডিংয়ে দু'টি ক্যাচ মিস করা মোশাররফ হোসেন রুবেলকে রবিবারের ম্যাচে সেরা একাদশে দেখা না গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার পরিবর্তে দলে ফিরতে পারেন নাসির হোসেন। অথবা গুরুত্বপূর্ণ সময়ে ডাক মারা মোসাদ্দেক আলীর পরিবর্তেও দলে তাকে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে রুবেলের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন আল-আমিন। তবে এ দু'জনের মধ্যে রুবেল যে দলের বাইরে থাকছেন সেটার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এদিকে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর প্রথম ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়ে দলে নিজের জায়গাটা পোক্ত করেছেন ইমরুল কায়েস। তাই ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকারের সেরা একাদশে ঢোকাটা এক প্রকার অসম্ভব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. নাসির হোসেন
৮. মোসাদ্দেক হোসেন
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. শফিউল ইসলাম
১১. তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব