টমাস মুলারের বিশ্বকাপ বাছাইপর্বে জোড়া গোলে টানা দ্বিতীয় জয় পেয়েছে জার্মানি। শনিবার দিবাগত রাতে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জার্মানির হয়ে অন্য গোলটি করেন টনি ক্রুস।
হামবুর্গে ঘরের মাঠে ম্যাচের ১৩তম মিনিটে আর্সেনাল তারকা মেজুত ওজিলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড টমাস মুলার। ৩৩তম মিনিটে দ্বিতীয়বারের মতো চেক প্রজাতন্ত্রের জালে বল পাঠায় জার্মানি। তবে অফসাইডের কারণে সে যাত্রায় বেঁচে যায় সফরকারীরা। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখালেও ওই এক গোলের বেশি গোল করতে সক্ষম হয়নি মুলার-ওজিলরা।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। এরপর ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন মুলার।
প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ গোলে হারানো জার্মানি টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে। দিনের অন্য ম্যাচে নরওয়েকে ১-০ গোলে হারানো আজারবাইজান সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব