ম্যাচ তখন অনেকটা নিজেদের পকেটে। ৭৪ বলে দরকার মাত্র ১৩ রান। হাতে আবার ৫ উইকেট। অথচ সেই ম্যাচই কিনা স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই হেরে গেল দক্ষিণ আফ্রিকার নারীরা।
শনিবার আইসিসি নারী চ্যাম্পিয়নসশিপের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে প্রোটিয়া নারীরা। শুরুর ধাক্কা সামলে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন ড্যান ভ্যান নিকের্ক ও ক্লোয়ি ট্রিওন। কিন্তু দলীয় ১১৫ রানে দলীয় অধিনায়ক নেকের্ক আউট হওয়ার পরই তাসের ঘরে মতো ভেঙে পড়ে প্রেটিয়া ব্যাটিং লাইনআপ।
এরপর কোনো রান স্কোরবোর্ডে উঠতেই আউট বাকিরা। শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচটা ১২ রানে জিতে নেয় নিউজিল্যান্ড নারী দল।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৬/মাহবুব