আগামী ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। গতকাল শনিবার এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের জন্য ৪১৪ দেশি-বিদেশি খেলোয়াড়ের নাম সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি'র ওই তালিকায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে রাখা হয়েছে। গতবারের করাচি কিংসের হয়ে দাপুটে পারফর্ম করা তামিম ইকবাল আছেন গোল্ড ক্যাটাগরিতে।
বাংলাদেশি সৌম্য সরকার আছেন তালিকার সিলভার ক্যাটাগরিতে। একইসঙ্গে আছেন অলরাউন্ডার শুভাগত হোম। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের নাম দেখা যায়নি প্লেয়ার্স ড্রাফটে।
গত আসরের মতো এবারও পিএসএলের ড্রাফটে আছেন ১০ বাংলাদেশি খেলোয়াড়। প্রতিটি ক্যাটাগরিতেই এবার খেলোয়াড়দের দাম ১০ শতাংশ বেড়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ