বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্বল মাল্টার বিপক্ষে ২-০ ব্যবধানে সহজেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে পর গ্রুপ ‘এফ’এ শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড।
শনিবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে মাল্টাকে ২-০ গোলে পরাজিত করে ইংল্যান্ড। এদিন ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের দেখা পায় দালটি। খেলার ২৯ মিনিটে স্টুরিজ গোল করেন। এর পর ৩৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন আলী।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল