বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান্ডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। দুপুর ২টায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে মাঠে নামছেন, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।
এছাড়া ইংল্যান্ড একাদশে মাঠে নামছেন, জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, বেন ডাকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।
এর আগের ম্যাচে টাইগারদের নাটকীয় হারে আশাহত হয়েছেন দর্শকরা। ৩১০ রানের টার্গেন নিয়ে খেলতে নামা বাংলাদেশকে ২১ রানের হার মানতে হয়। তবে হার দিয়ে শুরু হলেও পরের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জেতার বহু রেকর্ড আছে বাংলাদেশের। প্রথম ম্যাচে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও ইমরুল-সাকিবের সফলতা এ ম্যাচেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল