প্রথম ওয়ানডেতে তীরে এসে তরী ডুবেছিল বাংলাদেশের। ২১ রানের হারে প্রশ্নবিদ্ধ হয়েছিল বাংলাদেশের একাদশে বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ভূমিকা নিয়ে। আর তারপর থেকেই জোরেসরেই শোনা যাচ্ছিল একাদশে ফিরিয়ে আনা হবে নাসির হোসেনকে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে হেরে যাওয়ার কারণে সারা দেশেই ঝড় উঠেছে, কেন দলে রেখেও বসিয়ে রাখা হচ্ছে নাসির হোসেনকে। ফিনিশার যার নাম, তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না খেলাটা ফিনিশ করে আসতে। চারদিক থেকে যখন দাবি উঠছে মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসিরকে খেলানোর জন্য। সেই দাবি রাখলেন বিসিবি। দলের একাদশে নাসির হোসেনকে রাখা হয়েছে।
সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। আজ রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীরা জিতে গেলেই সিরিজ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। তবে নিজদের মাটিতে বাংলাদেশের সাথে সেই কাজটি সহজ হবে না বাটলারদের জন্য।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন, শফিউল ইসলাম , তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/৯ অক্টোবর, ২০১৬/তাফসীর